নারী দাবায় যৌথভাবে শীর্ষে রাণী হামিদ
বেগম লায়লা আলম ১২তম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন দাবাড়ু পূর্ণ দুই পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। শীর্ষ দাবাড়ুরা হলেন আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ওয়াদিফা আহমেদ, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ, ইশরাত জাহান দিবা, তাসনিয়া তারান্নুম অর্পা, নুশরাত জাহান আলো, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ও রাইবা সোবহান অধরা।
দেড় পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, ওয়ারসিয়া খুশবু ও আসিয়া সুলতানা। দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ শুক্রবার ওয়ারসিয়া খুশবু নারী ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সাথে ও আসিয়া সুলতানা নারী ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সাথে ড্র করেন।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন ইয়ন সরকারকে, নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা ইশরাত জাহান লিজাকে, ওয়াদিফা আহমেদ সোনিয়া আক্তারকে, আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ শারমীন খানকে, ইশরাত জাহান দিবা সুমি আক্তারকে, তাসনিয়া তারান্নুম অর্পা কৌমুদী নার্গিসকে, নুশরাত জাহান আলো তাবাস্সুম সাদিয়া শাহজাহানকে, ওমনিয়া ইউসুফ বিনতে লুবাবা নাজমীন আক্তারকে ও রাইদা সোবহান অধরা আফরিন জাহান মুনিয়াকে পরাজিত করেন। আগামীকাল শনিবার তৃতীয় রাউন্ডের খেলা।
এজেড/এনইউ
বিজ্ঞাপন