২২ বছর পর মাদারীপুরে ফিরলেন ডালিয়া
ডালিয়া আক্তার/ ছবি: ফেসবুক
বাংলাদেশের হ্যান্ডবল অঙ্গনে অনন্য এক নাম ডালিয়া আক্তার। জাতীয় দল, ঘরোয়া টুর্নামেন্ট, সব প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছেন এই নারী ক্রীড়াবিদ। খেলোয়াড়ের পাশাপাশি এখন কোচিংও করাচ্ছেন। এবারের জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মাদারীপুর জেলার খেলোয়াড়ের পাশাপাশি কোচের ভূমিকাও পালন করবেন ডালিয়া।
নিজ জেলা মাদারীপুরের হয়ে সর্বশেষ খেলেছেন ১৯৯৮ সালের পর। তাই এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপটা অন্য বারের চেয়ে একটু ভিন্ন ডালিয়ার কাছে, ‘প্রায় ২১-২২ বছর পর নিজ জেলা মাদারীপুরের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলছি। ১৯৯৯ থেকে বিজেএমসির হয়ে খেলেছি। মাঝে দুই এক বছর আনসারের হয়ে খেলছি। বিজেএমসি বন্ধ হয়ে যাওয়ায় (বিজেএমসির ক্রীড়া বিভাগ স্থগিত) অনেক দিন পর নিজ জেলা দলের হয়ে খেলব এবার।’
বিজ্ঞাপন
৩১তম জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ভেন্যু এবার নড়াইল। বিজেএমসির হয়ে অনেক নারী চ্যাম্পিয়নশীপ জয়ের রেকর্ড রয়েছে ডালিয়ার। এবার চ্যাম্পিয়নশিপের লক্ষ্য প্রসঙ্গে মাদারীপুরের খেলোয়াড় কাম কোচ ডালিয়ার মন্তব্য, ‘আমাদের দলের প্রস্তুতি হয়েছে মোটামুটি ভালোই। স্বাভাবিক খেলা খেলতে পারলে আশা করি আমরা ভালো কিছুই করব।’
১৯৯৫-৯৮ পর্যন্ত মাদারীপুর জেলার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন ডালিয়া। এরপর থেকে বিজেএমসির ডালিয়া হয়ে যান। ক্যারিয়ারের শেষে আবার নিজ জেলায় ফিরছেন এই হ্যান্ডবল তারকা। ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ গেমসে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ গেমসে মাদারীপুর থেকেই খেলোয়াড় হিসেবে অবসর নেবেন ডালিয়া।
অবসর প্রসঙ্গে ঢাকা পোস্টকে ডালিয়া বলেন, ‘কোচিংয়ে পুরোপুরি মনোযোগী হতে চাই। বাংলাদেশ গেমসে দেশের সবচেয়ে বড় আসর। প্রায় সকল ডিসিপ্লিনের ক্রীড়াবিদই অংশগ্রহণ করেন। ক্রীড়াঙ্গনের মিলনমেলার এই গেমসে অবসর নিব। নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করেছিলাম মাদারীপুর থেকে শেষ করব।’
বিজ্ঞাপন
এজেড/এটি