দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। আগামী ১ জুন শুরু হচ্ছে ‘ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভাল-২০২২’। এবারের স্পোর্টস ফেস্টিভালে দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং এই পাঁচ ডিসিপ্লিনে খেলা হবে। বিজয়ীদের মাঝে পদকসহ প্রথমবারের মতো অর্থ পুরস্কারও দেওয়া হবে।  

ক্রীড়া সাংবাদিকদের আরো দুই সংগঠন রয়েছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। এই দুই সংস্থার সদস্যরাও এই ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন। আয়োজকরা শীঘ্রই অন্য দুই সংস্থাকে আমন্ত্রণ জানাবে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩য় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসজেসির কর্মকর্তারা। এ সময় স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, বর্তমান সভাপতি নাসিমুল হাসান দোদুল, সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস ফেস্টিভালের আহবায়ক জাহেদ খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

এজেড/এনইউ