৮ম সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২২ পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাগেরহাটের হেমায়েত মোল্লা। নারী এককে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার মাকসুদা ও আফসানা নাসরীন যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন। নারী এককে রানার্সআপ হয়েছেন সাবিনা আকতার। পুরুষ এককে রানার্সআপ মাসুদ রানা।

নারী ও পুরুষ মিলিয়ে দেশের বিভিন্ন জেলার ৬০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এ টুর্নামেন্ট। রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

আশরাফ আহমেদ বলেন, দেশব্যাপী বিভিন্ন জেলার বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে ৮ম সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২২। চলতি বছরের অক্টোবরে মালোয়েশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ। তারও একটা অনুশীলন হলো এই টুর্নামেন্টে।এখানের বিজয়ীরাই আমাদের বড় স্বপ্ন দেখাবে। হেমায়েত মোল্ল আবারো তার ফর্মে ফিরে এসেছে এটা আনন্দের বিষয়। 

এছাড়া সকল খেলোয়াড়কে চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বিশেষভাবে অনুরোধ করেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যগণ, আম্পায়ার ও জাতীয় দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেড