ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নের সাবেক মহাসচিব জাফর ইমাম। প্রয়াত এই সংগঠক দুনিয়া ছেড়েছেন ১৯ বছর আগে। তার ১৯ তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাফর ইমামের হাতে গড়া সংগঠন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। এই পরিষদের বর্তমান মহাসচিব আশিকুর রহমান মিকুর উদ্যোগে আজকের দোয়া মাহফিলের আয়োজন হয়। জাফর ইমামের ঘনিষ্ঠজন টেবিল টেনিস ফেডারশেনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু মিকুর সাথে সমন্বয়কারী হিসেবে ছিলেন। ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গের অংশগ্রহণে আজ জাফর ইমামের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। প্রয়াত জাফর ইমাম ছাড়াও ক্রীড়াঙ্গনে অসুস্থ থাকা ব্যক্তিবর্গের জন্যও দোয়া পড়া হয়। 

দোয়া মাহফিল অনুষ্ঠানে জাফর ইমাম সম্পর্কে খুব সংক্ষেপে একটু আলোচনা করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও জেলা-বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু।
এজেড/এইচজেএস