ভিয়েতনামের হ্যানয়ে গ্র্যান্ডমাস্টার দাবায় দুর্দান্ত খেলছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক সৃষ্টি করা ফাহাদ এই প্রতিযোগিতা থেকে একটি জিএম নর্ম আদায়ের কাছাকাছিও ছিলেন। তবে আজকের (২৫ মে) দুই রাউন্ডে মাত্র আধা পয়েন্ট অর্জন করায় জিএম নর্ম অর্জন হচ্ছে না এই বাংলাদেশি দাবাড়ুর। 

জিএম নর্ম অর্জন করতে এই টুর্নামেন্ট থেকে ফাহাদের সাত পয়েন্ট প্রয়োজন ছিল। গতকাল পর্যন্ত ছয় রাউন্ডে পাঁচ পয়েন্ট ছিল তার। তিন রাউন্ডের মধ্যে দুই পয়েন্ট পেলেই, ফাহাদের একটি জিএম নর্ম হতো। আজ দুই রাউন্ডে মাত্র আধা পয়েন্ট পেয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডে জিতলেও আধা পয়েন্টের জন্য সাত পয়েন্ট পূর্ণ হবে না এই আন্তর্জাতিক মাস্টারের। 

আজ মাত্র আধা পয়েন্ট পেলেও অবশ্য শীর্ষস্থান হারাননি ফাহাদ। অষ্টম রাউন্ডের খেলা শেষে ফাহাদ রহমান ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন। তবে সমান পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার সোয়মাস মিশ্রর সঙ্গে যুগ্মভাবে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ত্রান মিনহ্ থাংয়ের কাছে হেরে যান এবং বিকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার লেবোক এরিক জুনিয়রের সঙ্গে ড্র করেন।

আগামীকাল শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মুখোমুখি হবেন ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ত্রান তুয়ান মিনহের সঙ্গে।

এজেড/এএইচএস