ফাইল ছবি

নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান ব্যাডমিন্টনে তিন স্বর্ণ সহ বেশ কয়েকটি রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটি জুনিয়র টুর্নামেন্টের উপর জোর দিয়েছে। ইন্দোনেশিয়ার পর এবার নেপালে দল পাঠিয়েছে।

অনুর্ধ্ব-১৭ বালক ইভেন্টে বাংলাদেশের সিফাত উল্লাহ শ্রীলঙ্কার থিদাসাকে পরাজিত করেন। দ্বৈত ইভেন্টে সিফাতের সঙ্গে জুটি গড়ে রাজন মিয়া বাংলাদেশকে আরেকটি স্বর্ণ এনে দেন। অনুর্ধ্ব-১৫ বালক ইভেন্টের ফাইনাল হয়েছে অল বাংলাদেশ। ওয়ালী উল্লাহ মোস্তাকিমকে হারিয়ে স্বর্ণ জেতেন। 

তিন স্বর্ণ ছাড়া বাংলাদেশ ব্যক্তিগত ইভেন্টে দুই রৌপ্য এবং দলগত ইভেন্টে দুই ব্রোঞ্জ জেতেন। এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারত অংশগ্রহণ করেনি। ফলে বাংলাদেশের পদক অর্জন খানিকটা সহজ হয়েছে। 

দক্ষিণ এশিয়ান জুনিয়র টুর্নামেন্ট ছাড়াও একটি সভা হয়েছে। সেই সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

এজেড/এইচজেএস