বাংলাদেশ গেমসের চতুর্থ দিনেও হয়েছে বেশ কিছু রেকর্ড। এছাড়াও বেশ কয়েকটি ডিসিপ্লিনে সোনার নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ গেমসের চতুর্থ দিনের উল্লেখযোগ্য ঘটনা ঢাকা পোস্টের পাঠকদের জন্য এক করা হয়েছে-

সাইক্লিংয়ে তিন জাতীয় রেকর্ড

এক বাংলাদেশ গেমসে তিনটি নতুন জাতীয় রেকর্ড সাইক্লিংয়ে। নিকট অতীতে দেখা মেলেনি। সেই বিরল রেকর্ডটিই করে দেখালেন সেনাবাহিনীর সৈনিক সাইক্লিষ্ট বিশ্বাস ফয়সাল হোসাইন। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়াল ব্যক্তিগত ইভেন্টে ১ মিনিট ২০.৪০ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছিলেন ফয়সাল। 

২০১৭ সালে আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ২৬.১০ সেকেন্ডের। একই দিনে পুরুষদের ১২০০ মিটার দলীয় অলিম্পিক স্প্রিন্টে ১ মিনিট ৩৬.২২ সেকেন্ডে সতীর্থ আলমগীর হোসেন ও মুক্তাদুর আল হাসানের সঙ্গে রেকর্ড করেন ফয়সাল। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে ১ মিনিট ৪০.৬৬ সেকেন্ডের। 

গেমসে দ্বিতীয় রেকর্ডের দেখা পেয়েছেন সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শিল্পী খাতুন। আগের দিন ৮০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে ব্যক্তিগত ইভেন্টে ১ মিনিট ১১.১৩ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েছিলেন। আজ ১০০০ মিটার স্প্রিন্টে ১৫,৯৪ সেকেন্ডে তিনি হারিয়ে দিয়েছেন আনসারের সোনিয়া ইয়াসমিন অভিকে (১৬.৮৬ সেকেন্ড)। ২০১৯ সালে অভির করা ১৬.২৬ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গে দেন তিনি। 

শিরিন আক্তারের নতুন রেকর্ড, নাঈমের স্বর্ণ জয়

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০০ মিটার স্প্রিন্টে মেয়েদের ইভেন্টে নৌবাহিনীর শিরিন আক্তার নতুন রেকর্ড গড়েছেন। তিনি ভেঙে দিয়েছেন ২০০৬ সালে করা বিউটি আক্তারের করা রেকর্ডটি। আগের রেকর্ডটি ছিল ২৪.৩০ সেকেন্ড। আর এবার শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪.৫০ সেকেন্ড। এছাড়া বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

মহিলা হকি

মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে মহিলা হকির গ্রুপ পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ঝিনাইদহ ও কিশোরগঞ্জ জেলা। ৩২ মিনিটে জুয়াইরিয়া ফেরদৌস জয়তী পিসি থেকে গোল করে ঝিনাইদহকে এগিয়ে রাখলেও ৪৭ মিনিটে ফিল্ডগোল করে কিশোরগঞ্জকে সমতায় ফেরান ফারদিয়া আক্তার রাত্রি।

ফেন্সিং

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনের পর্দা নামবে আজ রোববার। শেষ দিনে ইভেন্ট রয়েছে মোট পাঁচটি। তিনটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো হলো-

পুরুষ ইপি ব্যক্তিগত- 

স্বর্ণ-  মো: ইমতিয়াজ (বাংলাদেশ নেী বাহিনী)
রৌপ্য- সাগর খান (বাংলাদেশ আনসার)
ব্রোঞ্জ- আবদুর রহিম (বিজিবি)/ শরিফুল ইসলাম (বাংলাদেশ আনসার)
পুরুষ ফয়েল ব্যক্তিগত-
স্বর্ণ-  নেফাউর রহমান (বাংলাদেশ আনসার)
রৌপ্য- সাদ্দাম হোসেন (বাংলাদেশ সেনাবাহিনী)
ব্রোঞ্জ- মোমিনুর রহমান (বাংলাদেশ সেনাবাহিনী)/ কামরুল ইসলাম (বাংলাদেশ সেনাবাহিনী)

পুরুষ স্যাবর ব্যক্তিগত-

স্বর্ণ-  ইফতেখারুল আলম (বাংলাদেশ আনসার)
রৌপ্য- সাদ্দাম মুজিব (বাংলাদেশ সেনাবাহিনী)
ব্রোঞ্জ- নাজমুল ইসলাম(বর্ডার গার্ড বাংলাদেশ)/ ওমর ফারুক (বাংলাদেশ সেনাবাহিনী)

শ্যুটিং

১০ মিটার এয়ার পিস্তল মহিলা জুনিয়র ইভেন্টে স্বর্ণ জিতেছেন নেভী শ্যুটিং ক্লাবের তুরিং দেওয়ান। ৫৪৮ স্কোর করে নেভী শ্যুটিং ক্লাবকে স্বর্ণ এনে দিয়েছেন এই শ্যুটার। নারায়াণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন ৫৪১ স্কোর গড়ে রৌপ্য জিতেছেন। মেহজাবীনের চেয়ে এক স্কোর কম গড়ে ব্রোঞ্জ জিতেছেন নেভী শ্যুটিং ক্লাবের আশিফা খাতুন।

পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ 

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ (রোববার) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর মলসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসারকে  ৩৬-২৬ গোলে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

অ্যাথলেটিকস 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ অ্যাথলেটিকসের ১০,০০০ মিটার দৌড়-এ সোনা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. আসিফ বিশ্বাস।

এজন্য তার সময় লেগেছে ৩৬ মিনিট ৩২ সেকেন্ড। ৩৬ মিনিট ৩৫.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. সোহেল রানা। ব্রোঞ্জ জয়ের পথে একই সংস্থার মো. আল আমিন সময় নেন ৩৬ মিনিট ৪৬.৯০ সেকেন্ড।

২০ কিলোমিটার হাটা ইভেন্টের তিন পদকই পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটরা। ১ ঘণ্টা ৪৪.২৯ সেকেন্ড নিয়ে রাজু আহমেদ সোনা জিতেছেন। ১ ঘন্টা ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কৃষ্ণ সাহা। ১ ঘণ্টা ৪৫.০১ সেকেন্ড সময় নিয়ে মোরাদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।

৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা ৫৩.৬০ সেকেন্ড নিয়ে সোনা জিতেছেন। নৌবাহিনীর সুলতান সানজিদ ৫৪.২০ সেকেন্ড নিয়ে রুপা জিতেছেন। ৫৪.৬০ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর মিনহাজুল ব্রোঞ্জ জয় করেন।

ডিসকাস থ্রো (মহিলা) ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার ৪০.৩৯ মি দূরত্বে নিক্ষেপ করে স্বর্ণ জিতেছেন। বাংলাদেশ জেলের আল্পনা আক্তার ৩৯.৫৫ মিটার করে রৌপ্য জিতেছেন। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নিলুফা আক্তার ৩১.৭৪ মিটারে ব্রোঞ্জ জেতেন। 

পোল ভোল্ট পুরুষ ইভেন্টে চার মিটার উচ্চতায় লাফিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুল ইসলাম স্বর্ণ জিতেছেন। যশোর জেলা ক্রীড়া সংস্থার আফদার আলী জিতেছেন রৌপ্য। বাংলাদেশ নৌবাহিনীর সেলিম মন্ডল ৩.৯০ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

জিমন্যাস্টিকস-নূর আক্তারের চতুর্থ স্বর্ণ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’ জিমন্যাস্টিকসে চতুর্থ সোনা জিতেছেন নূর আক্তার বানু।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১০.২৫ স্কোর করে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের এ জিমন্যাস্ট। এ ইভেন্টে রুপা জয়ী বাংলাদেশ পুলিশের সোনিয়া আক্তারের স্কোর ১০.১০। ব্রোঞ্জ জেতেন বাংলাদেশ আনসারের শান্তা ইসলাম (৯.৮০)।

তার আগে মেয়েদের ব্যক্তিগত ব্যালেন্স বীমা, অল-অ্যারাউন্ড ও দলগত আর্টিস্টিকস ইভেন্টে সোনা জিতেন নূর আক্তার বানু। 
বডি বিল্ডিংয়ে সেরা আনসার। তাদের আধিপত্যের মধ্যে দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের পদক লড়াই। তৃতীয় ও শেষ দিনে পাঁচটি স্বর্ণ পদকের চারটি জিতে নিয়েছে আনসার। মোট ১৫টি স্বর্ণ পদকের মধ্যে ১১টি জিতেছে তারা।

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে মেনস সিনিয়র বডি বিল্ডিং ৮৫+ কেজি ওজন শ্রেণী দিয়ে শুরু হয় বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনের পদক লড়াই।

মেনস সিনিয়র বডি বিল্ডিং ৮৫+ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন চন্দ্র দাস। রৌপ্য জয় করেছেন ফিটনেস টাইম জিমের হারুন অর রশিদ জেনি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম। 

ওমেনস ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুশলান স্টুডিওর মিম আকতার। ব্রোঞ্জ জিতেছেন দ্যা ওয়ারিয়রস ক্লাব ঢাকার তানজিম আকতার তিথি। 

মেনস সিনিয়র বডিবিল্ডিং ৮০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেন ডেমরা গ্যালাক্সি জিমের মো. আল আমিন শরীফ। রৌপ্য জিতেছেন বাংলাদেশ আনসারের মো. রিয়াজ উদ্দিন। ব্রোঞ্জ পেয়েছেন এক্সট্রিম ফিটনেসের মো. দেলোয়ার। 

মেনস সিনিয়র বডি বিল্ডিং ৮৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. নাজমুস সাকিব ভূঁইয়া। রৌপ্য জয় করেছেন রাশ ফিটনেস কুমিল্লার মো. মিজবাহ হাসান। ব্রোঞ্জ পেয়েছেন শাহ্ মাসল চার্জারসের মো. ইমরানুল হক।

মেনস সিনিয়র বডি বিল্ডিং ৭৫ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. আনোয়ার হোসেন। রৌপ্য জিতেছেন মেট্রোফ্লোক জিম চট্টগ্রামের  মো. সাইফুল ইসলাম তালুকদার। ব্রোঞ্জ পেয়েছেন সাউথ পয়েন্ট জোন বরিশালের মো. জোবায়ের হোসেন। 

এ নিয়ে  তিন দিনে বডিবিল্ডিং ইভেন্টে ১৫টি ক্যাটাগরিতে ৪৫টি পদকের নিষ্পত্তি হলো। একইসঙ্গে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে শরীর গঠন ইভেন্টের পদক লড়াই শেষ হলো।

খো খোর দুই বিভাগেই চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খো খো ডিসিপ্লিনের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। আজ (রোববার) পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে আনসার ১৬-৪ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জেতে। অন্যদিকে নারী বিভাগে আনসার ১৬-১ পয়েন্টে সাতক্ষিরা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 


টিটি মহিলা দ্বৈতে স্বর্ণ বাংলাদেশ আনসারের

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা দ্বৈত বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌয়ের সমন্বয়ে আনসারের জুটি ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা আক্তার ও নওরিন সুলতানা মাহির জুটিকে। বাংলাদেশ আনসার মহিলা ইভেন্টে দুটি পদক নিশ্চিত করেছে। গতকাল দলগত ইভেন্টের পর আজ (রোববার) মহিলা দ্বৈত ইভেন্টে স্বর্ণ পেল এই সার্ভিসেস দলটি। মহিলা দ্বৈত বিভাগে রৌপ্য জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী, ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ পুলিশ ও আনসার। পুরুষ দ্বৈত ও মিশ্র দ্বৈতের ফাইনাল ঝড় ও বৈদ্যুতিক গোলযোগের জন্য বিঘ্নিত রয়েছে।

দাবা ইভেন্টে বাংলাদেশ আনসার বাহিনীর পুরুষ ও মহিলা বিভাগ এর স্বর্ণ পদক 

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর ৪টি দাবা ইভেন্টে বাংলাদেশ আনসার ৩টি স্বর্ন, ১ রৌপ্য, ২ টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ পুলিশ ১ টি স্বর্ন ও ১টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ নৌবাহিনী ২ টি রৌপ্য পদক, চট্টগ্রাম বিভাগ ১ টি রৌপ্য পদক ও রাজশাহী বিভাগ ১ টি ব্রোঞ্জ পদক লাভ করে। 

পুরুষ একক র‌্যাপিড দাবায় বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রৌপ্য পদক এবং বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। 

মহিলা একক র‌্যাপিড দাবায় বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক লাভ করেন। এই গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন। 

আরচ্যারির কম্পাউন্ড ইভেন্টে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আরচ্যারি প্রতিযোগিতার প্রথম দিনেই আজ (রোববার) নতুন জাতীয় ও গেমস রেকর্ড হয়েছে। রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা আজ শুরু হয়।  

কম্পাউন্ড পুরুষ ইভেন্টে  বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় ও গেমস রেকর্ড করেন (আগের রেকর্ড ছিল ৭০০, বিকেএসপির শেখ সজিব) এ ইভেন্টে ওয়ার্ল্ড আরচ্যারীর রেকর্ড ৭১৮। এছাড়াও হিমু বাছাড় (বিকেএসপি) ৬৮৭ স্কোর করে দ্বিতীয়, মো: সোহেল রানা (ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব) ৬৮৪ স্কোর করে তৃতীয়  এবং মো: আশিকুজ্জামান (বাংলাদেশ পুলিশ) ৬৮৩ স্কোর করে ৪র্থ স্থান অর্জন করেন।

এজেড/এমএইচ