জাজের রায়ে সেরা নাঈম, অভিযোগ তুললেন শরিফুল
২০০ মিটারে জহির রায়হান বর্তমানে দেশ সেরা। বিশ্ব যুব অ্যাথলেটিক্সে সেমিফাইনালেও খেলেছিলেন এই স্প্রিন্টার। চলমান বাংলাদেশ গেমসে করোনা ছিটকে দিয়েছে তাকে। করোনা পজিটিভ হওয়ায় এই গেমসে খেলতে পারছেন না জহির। তিনি ২০০ মিটার খেললে অস্বাভাবিক কিছু না হলে পেতেন স্বর্ণপদক।
জহিরের অনুপস্থিতিতে বাংলাদেশ এয়ার ফোর্সের নাঈম ইসলাম ২১.৭০ সেকেন্ডে দৌড়ে প্রথম হয়েছেন। নাঈম প্রথম হওয়ার পর জহিরকেই স্মরণ করেছেন, ‘জহির ভাই আমাকে কিছু দিন কোচিং ও পরামর্শ দিয়েছেন। আমরা একই জেলার (শেরপুর) হওয়ায় অনেক ভালো সম্পর্ক। তিনি বড় মাপের অ্যাথলেট। তার পরামর্শ নিয়েই আমি আজ প্রথম হলাম।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘ছোট বেলা থেকে অ্যাথলেটিকস খেলতাম। আমার আসলে দৌড়াতে ভালো লাগে। অ্যাথলেটিকস আমি উপভোগ করি। তাই এর সঙ্গে আছি। ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই।’
১০০ মিটারে ব্রোঞ্জ জেতা নাঈম ইসলাম ২০০ মিটারে প্রথম হয়ে তৃপ্ত। তবে এই ইভেন্টে ০.১০ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় হওয়া সেনাবাহিনীর শরিফুল ইসলাম গুরুতর অভিযোগ এনে বলেন, ‘আমি সবার আগে লাইন অতিক্রম করেছি। এরপরও আমাকে প্রথম ঘোষণা করা হয়নি। এটা খুবই দুঃখজনক।’
বিজ্ঞাপন
এই অভিযোগের প্রসঙ্গে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমাদের জাজরা সম্পূর্ণ নিরপেক্ষ। সঠিকভাবেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখানে কোনো পক্ষপাতের সুযোগ নেই।’
২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনীর নাঈম ইসলাম স্বর্ণপদক জিতেছেন। তিনি দৌড় শেষ করেছেন ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল। তিনি সময় নিয়েছেন ২১.৮০। এছাড়া ২২.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোতালেব।
এজেড/এমএইচ/এটি