বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামীকাল শেষ হচ্ছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০’ আসর। করোনা মহামারির পরিস্থিতিতে কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন করাই গেমসের সফলতা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল।

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর তায়াকোয়ানদোর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, ‘গত বছর বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোভিড-১৯ এর জন্য আমরা তা করতে পারিনি। এবছর যখন সবকিছু স্বাভাবিক হলো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসটি করব। তবে যখন শুরু করেছি তখনই আবার সব অস্বাভাবিক হয়ে গেছে। তারপরও সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা সফলভাবে গেমসটি সম্পন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত যে সব খবর পেয়েছি কোথাও কোন সমস্যা হয়নি। আল্লাহর রহমতে সব জায়গার খোঁজ রেখেছি কোথাও কোন অসুবিধা তৈরি হয়নি।এটিই আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সফলতা।এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এত বড় একটা গেমস আয়োজন করা সম্ভব এটি বাংলাদেশ গেমস দেখেই বুঝতে পারা যায়। এরসঙ্গে সংশ্লিষ্ট অলিম্পিক 
অ্যাসোসিয়েশন, সকল ফেডারেশন, সকল খেলোয়াড় ও কর্মকর্তাগণকে আন্তরিক ধন্যবাদ। সকলের সহযোগিতায় এটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি এ ধরনের গেমস আয়োজন করার অর্থই হলো তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড়গুলো বের হয়ে আসা। আমরা আশা করি এ গেমসের মাধ্যমে অনেক খেলোয়াড় বের হয়ে আসছে। তাদের যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে অবশ্যই তারা একদিন বাংলাদেশের সম্পদ হতে পারবে। এ সম্পদ গুলো ধরে রাখতে ফেডারেশনগুলোর পাশাপাশি আমরা মন্ত্রণালয় থেকেও সাহায্য করব। তাদের জন্য অবকাঠামো তৈরি করা প্রশিক্ষণের ব্যবস্থা করা আমরা সব ধরনের ব্যবস্থা হাতে নেব।’ 

এক প্রশ্নের জবাবে রাসেল বলেন, ‘এস এ গেমসে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে যে অর্থ ব্যয় করা হয়েছে তা আমাদের সরকার থেকেই বরাদ্ধ দেয়া হয়েছে।তারা তাদের বাজেট যেভাবে চেয়েছিল আমরা সেভাবেই দিয়েছি। অলিম্পিক অ্যাসোসিয়েশন তো আমাদের বাইরের কিছু না। অন্যান্য ফেডারেশনগুলোও আমাদের বাইরের কেউ না। আমাদের এফিলিটেড প্রতিষ্ঠান তারা। প্রতিষ্ঠান গুলোর জন্য বরাদ্ধ রাখার চেষ্টা করছি।’

বাংলাদেশ গেমসের ধারবাহিকতা নিয়ে তিনি বলেন, ‘আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব যাতে ধারবাহিকভাবে বাংলাদেশ গেমস হতে পারে। তারা যদি কার্যক্রম হাতে নেয় তাহলে আমাদের মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে অর্থনৈতিক বা যে কোন সাপোর্টই দেব।’

এজেড/এমএইচ