এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা (আইপিএল) অনেক দিক থেকেই আলাদা। চারদিকে যখন কেবল মৃত্যু আর ভয়ের খবর তখন শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসর। শুক্রবার পর্দা উঠেছে ১৪তম আইপিএলের। 

উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছে আগের আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। 

শুক্রবার (৯এপ্রিল)  চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। মুম্বাইয়ের বিপক্ষে আগের অভিজ্ঞতা অবশ্য খুব একটা সুখকর নয় কোহলিদের। 

২৯ ম্যাচের মধ্যে কোহলিরা হেরেছেন ১৯টি ম্যাচেই, জিতেছেন কেবল ১০টি। তাই শিরোপা ধরে রাখার মিশনে পরিসংখ্যান থেকে কিছুটা হলেও স্বস্তির সংবাদই পাচ্ছেন রোহিত শর্মারা। অন্যদিকে আগের হিসাব ভুলে নতুন করে শুরু করার। 

মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ :

রোহিত শর্মা, ক্রিস লিন, সুরইয়া কুমার ইয়াদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জেনসন, জায়ান্ত ইয়াদব, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রিত বুমরাহ। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ : 

বিরাট কোহলি, রাজাত পাতিদার, এবিডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিস্টান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিনসন, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইউজবেন্দ্র চাহাল।

এমএইচ