সানা-দিয়ার হাত ধরে বিশ্বজয়ের প্রতীক্ষায় বাংলাদেশ
আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খানিকটা ব্যতিক্রমই। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ থাকলেও ক্রীড়াঙ্গনের সকলের দৃষ্টি থাকে সেখানেই। তবে আজ বাংলাদেশ-শ্রীলংকা প্রথম ওয়ানডে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সুইজারল্যান্ডের লুজানে রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বিশ্বকাপ আরচ্যারির রিকার্ভ মিশ্র দলগত ফাইনাল।
ঘন্টা খানেক পরেই শুরু হবে শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ স্বর্ণের জন্য লড়বে হল্যান্ডের বিরুদ্ধে। হল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হবে নতুন ইতিহাস। ত্রিশটির বেশি দেশের অংশগ্রহণের কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা বা স্বর্ণ জয়ের কোনো রেকর্ড নেই। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ের পর এটা হবে বাংলাদেশের দ্বিতীয় কোনো বিশ্ব জয়ের ঘটনা।
বিজ্ঞাপন
রোমান সানা ও দিয়ার দিকে তাকিয়ে বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গন। সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ অন্য ডিসিপ্লিনের তারকা ক্রীড়াবিদরা রোমানদের শুভ কামনা জানিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও ইতিহাস গড়ার জন্য শুভকামনা জানিয়েছেন তাদের।
বাংলাদেশে তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে হলেও লুজানে আজ ১১ ডিগ্রি। আরচ্যার দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘ঠান্ডা রয়েছে কিন্ত যথেষ্ট রৌদ্রজ্জ্বল আবহাওয়া।’ কম্পাউন্ড আরচ্যার অসীম কুমার জানিয়েছেন, ‘আজকের আবহাওয়া এখন পর্যন্ত ভালো।’
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে রিকার্ভ মিশ্র দলগত ফাইনাল। বিশ্ব আরচ্যারির ওয়েবসাইটে দেখতে পারেন রোমান-দিয়াদের খেলা।
এজেড/এটি