অনেক খেলার ভিড়ে এবার দেশে ‘ডজবল’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসে হাতে গোনা কয়েকটি ডিসিপ্লিন থেকে। বাকি খেলাগুলো জাতীয় পর্যায় নির্ভর। অনেক খেলা জাতীয় পর্যায়ও হয় না ঠিক মতো। এরপরও দিনকে দিন তৈরি হচ্ছে নতুন নতুন ক্রীড়া ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশন। এমন আরেকটি ক্রীড়া অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে ‘বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশন’ নামে।
রায়হান উদ্দিন ফকির ক্রীড়াঙ্গনে পরিচিত আনসারের ক্রীড়া কর্মকর্তা হিসেবে। তিনিই নতুন এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন। তার সঙ্গে থাকা এই এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারাও ক্রীড়াঙ্গনের অন্য ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত।
বিজ্ঞাপন
নতুন এই খেলা ডজবলে মাঠের আয়তন অনেকটা ভলিবল ও কাবাডির কাছাকাছি। কোর্টের মধ্যে ছয়টি বল থাকবে। তিনটি করে বল থাকবে দুই সাইডে। প্রতি দলে মোট দশ জন খেলোয়াড় থাকতে পারবে। ৬ জন খেলোয়াড় অংশ নেবে। ম্যাচের সময় দুই অর্ধে ১৮ মিনিট করে ৩৬ মিনিট। বিরতি চার মিনিট। কাবাডিতে অল আউট হলে লোনায় তিন পয়েন্ট হলেও ডজবলে এক পয়েন্ট। পয়েন্টের ভিত্তিতে জয় পরাজয় নির্ধারিত হবে।
নতুন এই খেলা ও সংগঠন সম্পর্কে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির বলেন, ‘এই খেলাটি তিন যুগে আগে আমেরিকায় শুরু হয়েছে। ইউরোপে ও এশিয়ার অনেক দেশে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে আমরা এটি অল্প কিছু দিন যাবৎ শুরু করলেও এবারই প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে।’ বাংলাদেশে ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলো কার্যক্রম চালাতে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি প্রয়োজন। ডজবল শীঘ্রই জাতীয় ক্রীড়া পরিষদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায়, ‘আমাদের সাথে জাতীয় ক্রীড়া পরিষদের যোগাযোগ ও আলোচনা হয়েছে। আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ ও আরো কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করে অ্যাসোসিয়েশনের স্বীকৃতি চাইব।’
বিজ্ঞাপন
যে কোনো ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদকের দায়িত্ব সবচেয়ে বেশি। রায়হান ফকির আনসারের সহকারী ক্রীড়া পরিচালক। আনসার দেশে প্রচলিত প্রায় সব ডিসিপ্লিনেই খেলে। আনসারের দায়িত্বের পাশাপাশি আরেকটি নতুন খেলা প্রতিষ্ঠিত করা অনেক বড় চ্যালেঞ্জই নিয়েছেন রায়হান, ‘আমি ক্রীড়াঙ্গনের লোক। ক্রীড়াঙ্গনেই থাকি। ক্রীড়াই আমার কাজ। ডজবলে সময় দিতে ও কাজ করতে কোনো সমস্যা হবে না।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৭ জুন থেকে শুরু হবে প্রথম জাতীয় ডজবল চ্যাম্পিয়নশীপ। পুরুষ ও নারী উভয় বিভাগেই আটটি করে দল রয়েছে। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘দেশের যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম ক্রীড়া। আমরা দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি খেলার সঙ্গেই থাকি। ডজবল একেবারে নতুন খেলা। ওয়ালটনের মতো অন্যান্য পৃষ্ঠপোষকরা এগিয়ে আসলে এই খেলাটি প্রতিষ্ঠিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম আনবে।’
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশন।
এজেড/এটি