ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার দ্বিতীয় রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন সাগর ও ফাহাদ রহমান সহ আরেও ২৩ জন। 

আজ (বুধবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া মহিলা ফিদে মাস্টার নোশিনকে, আন্তর্জাতিক মাস্টার  মাস্টার সুব্রত রিপনকে, ফিদে মাস্টার মা রাশেদকে, ফিদে মাস্টার নাসির মাস্টার জামাল নাসিমকে, আমিনুল জারিনকে, ক্যানিএডট মাস্টার দিহান নীলয়ক পরাজিত করেন। 

তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে একই স্থানে শুরু হবে।

এজেড/এমএইচ