কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা। ফ্রি কিক থেকে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচটি ড্র করে আলবিসেলেস্তেরা। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভালো করার বার্তাই যেন দিয়ে রাখলেন দলটির অধিনায়ক মেসি। 

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। যেখানে তিনি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে জয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। 

মেসি লিখেছেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য তৈরি এবং প্রতিটি ম্যাচ জেতার জন্য লড়াই চালিয়ে যাবো। জেগে উঠো আর্জেন্টিনা।’

এর আগে চিলির বিপক্ষে ম্যাচশেষে মেসি বলেছিলেন, ‘ম্যাচটা বেশ কঠিনই ছিল। আমরা ভালোভাবে খেলতে পারিনি, দ্রুতগতি নিয়ে খেলতে পারিনি, বলের নিয়ন্ত্রণও রাখতে পারিনি... ম্যাচটা বেশ কঠিনই ছিল। সেই পেনাল্টিটাই ম্যাচের ভাগ্যটা বদলে দিয়েছিল।’

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মানে গারিঞ্চা স্টেডিয়ামে ১৯ জুন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। 

এমএইচ