ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। 

সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। 

আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদে পঞ্চম রাউন্ডের খেলায় স্বর্নাভো ফিদে মাস্টার পরাগকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ফিদে মাস্টার সুব্রত জাবেদকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে পরাজিত করেন। 

ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (রোববার) বিকেলে শুরু হবে।

এজেড/এমএইচ