ফায়েজুর রহমান (ডান থেকে দ্বিতীয়)/ফাইল ছবি

এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ শনিবার সকালে মারা গেলেন বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী আহমেদ ফায়জুর রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নানা জটিল রোগের পাশাপাশি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন এই ক্রীড়া সংগঠক। 

প্রায় ৭০ বছর বয়সে পৃথিবী ছাড়লেন ফায়েজ। গত মাসে একবার লাইফ সাপোর্টেও ছিলেন। সেখান থেকে ফিরে চিকিৎসাধীন থাকাবস্থায় চলে গেলেন পৃথিবী ছেড়ে। 

ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত মুখ ছিলেন ফায়েজ। বিশেষ করে আবাহনী ক্লাব ও ক্রিকেটাঙ্গনে ছিল তার সরব পদচারণা। আবাহনী ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই জড়িত ফায়েজ। লিমিটেড হওয়ার আগে সাধারণ সম্পাদক ছিলেন। লিমিটেড হওয়ার পর প্রথম ১১ জন শেয়ারহোল্ডারদের মধ্যে তিনি অন্যতম। মৃত্যু অবধি আবাহনীর পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। 

ঢাকা আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন বেশ কয়েক বছর। ফায়েজকে খুব কাছ থেকে দেখেছেন সাবেক ক্রিকেটার ও আবাহনীর কর্মকর্তা জালাল ইউনুস। ফায়েজের চলে যাওয়ায় ভীষণ শোকাহত তিনি, ‘আবাহনী ক্লাবে এবং বিশেষ করে ক্লাবের ক্রিকেটে তার অনেক অবদান। আমরা এত দ্রুত ফায়েজ ভাইকে হারালাম ভাবতেই খারাপ লাগছে। ক্রীড়াঙ্গন এবং আমাদের আবাহনী ক্লাবকে তাকে সব সময় স্মরণ করবে।’

হাসপাতাল থেকে ফায়েজের মরদেহ বাসায় নেয়া হচ্ছে। জানাযা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত ফায়েজের পরিবার এখনো নেয়নি। ফায়েজের মৃত্যুতে ঢাকার ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। 

এজেড/এটি