ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের রোমাঞ্চ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় টেস্টটা দুই দিনেই জমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বেশ। তবে লর্ডসের প্রথম দিনে সেঞ্চুরি না পেলেও ভারতের হয়ে মাঠ মাতিয়েছেন রোহিত শর্মা, এরপর তিনি মাতালেন সংবাদ সম্মেলনও। 

প্রথম দিনের শেষে রোহিত এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে তাকে দেখা গেল এক সাংবাদিকের প্রশ্নে কুর্নিশ করতে। যে সাংবাদিককে তিনি কুর্নিশ করলেন তিনি জানতে চেয়েছিলেন যে, আসন্ন ৭৫তম স্বাধীনতা দিবসে যদি ভারত লর্ডস টেস্ট জিততে পারে তাহেল ১৫ আগস্ট দেশবাসীর উদযাপনের আরেকটা কারণ যুক্ত হতে পারে। যা শুনে রোহিত সেই সাংবাদিককে স্যালুট জানিয়েই বলেন যে, এমনটা ঘটলে সত্যিই দারুণ হবে।

লর্ডস দেখেছে রোহিত ও কেএল রাহুলের ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ। ১৯৫২ সালের পর এই ‘প্রথম হোম অফ ক্রিকেট’-এ ভারতীয় ওপেনিং জুটির যুগলবন্দিতে শতরান এল। ৬৯ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি পার্টনারশিপের নজির ছিল বিনু মানকড় ও পঙ্কজ রায়ের। ১৯৫২ সালে বিনু-পঙ্কজের ব্যাটে ভারত স্কোরবোর্ডে ১৯৬ রান যোগ করেছিল। রাহুল-রোহিত ১০ নম্বর ভারতীয় ওপেনিং জুটি হিসেবে লর্ডসে শতরান করেন।

এনইউ/এটি