সাকিব আল হাসানের সেই বিজ্ঞাপনটা মনে আছে? ওই যে হালখাতার দিনে একেবারে মুদির দোকানের পসার সাজিয়ে বসেছিলেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার? এবার অনেকটা একই ভঙ্গিতে দেখা গেল ওয়াসিম আকরামকেও। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমনই একটা ছবি পোস্ট করেছেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি। যেখানে দেখা যাচ্ছে মুদির দোকান খুলে ক্রেতার জন্য অপেক্ষারত আকরাম।

তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে হঠাৎ করেই ওয়াসিমের এই ছবি পোস্ট করার কারণ কি? উত্তরটাও মিলেছে বিবাহ বার্ষিকী উপলক্ষেই এমনটা করলেন তিনি। বিশেষ দিনে স্ত্রী শানিয়েরা আকরামকে চমক দিতেই এমন অদ্ভুত কান্ড ঘটিয়েছেন পাকিস্তানি গ্রেট। 

২০১১ সালে মেলবোর্নে ক্রিকেটের ধারাভাষ্য দিতে গিয়ে দেখা হয় ওয়াসিম ও শানিয়েরার। তারপর প্রেম। শেষে ২০১৩ সালে জুটি বাঁধেন দুজন। বিয়ে করে একসঙ্গে থাকতে শুরু করেন। ২০০৯ সালে স্ত্রী হুমা মারা যাওয়ার পর একাই ছিলেন। এরপর শানিয়েরা তার সেই একাকিত্ব দূর করেন।

এবার শানিয়েরাকে বিয়েবার্ষিকীতে আকরামের এই অভিনব চমকে দেওয়া বেশ লেগেছে। শুক্রবার যেখানে আকরাম লিখলেন, ‘শুভ বিয়ে বার্ষিকী বিবি, তুমি কি এখনো আমাকে ভালোবাসো?’ রীতিমতো ভাইরাল হয়েছে এই ছবির পোস্ট। সবাই এই জুটির জন্য শুভ কামনাও জানালেন।

এটি