শুরু হচ্ছে ফেডারেশন কাপ টিটি
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ফেডারেশন কাপ টিটি আয়োজন করতে যাচ্ছে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আগামী ১ থেকে ৪ সেপ্টেম্বর ফেডারেশন কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক ও মহিলা একক; এই চার ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের আগামী ২৫ আগস্টের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মহিলা ও পুরুষ দলগত বিভাগে অংশগ্রহণের জন্য ১ হাজার টাকা, পুরুষ ও মহিলা এককের জন্য ৫০০ টাকা অংশগ্রহণ ফি। ২৫ আগস্ট সন্ধ্যার পর কোনো অংশগ্রহণের আবেদন গ্রহণ করবে না টেবিল টেনিস ফেডারেশন।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে আগ্রহী অংশগ্রহণকারীদের ক্লাবের প্যাডে সাধারণ সম্পাদকের দরখাস্তসহ টুর্নামেন্ট কমিটির সম্পাদক বরাবর ইভেন্টের নামসহ পাঠাতে হবে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন দক্ষিণ এশিয়ান গেমসে রৌপ্য জয়ের লক্ষ্যে কাজ করছে। সাম্প্রতিক সময়ে টেবিল টেনিস ফেডারেশন তরুণ ও মেধাবী খেলোয়াড়দের নিয়ে ক্যাম্পও পরিচালনা করছে।
বিজ্ঞাপন
এজেড/টিআইএস