আগামী শুক্রবারই রেসলিংয়ের মঞ্চে ফেরার কথা রয়েছে ডব্লিউডব্লিউই তারকা ও মার্কিন অভিনেতা জন সিনার। এই তারকা রেসলারের প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় এখন জনপ্রিয় অনুষ্ঠান স্ম্যাকডাউনও। যদিও রে এবং ডমিনিক মাইস্টেরিওর সাথে জুটি বাধার কথা থাকলেও তাতে আসতে পারে সামান্য পরিবর্তন।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত শুক্রবারের এই অনুষ্ঠান বাড়তি উত্তাপ ছড়াচ্ছে রেসলিং ভক্তদের মনে। ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনসের বিপক্ষে লড়বেন ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা। স্ম্যাকডাউনের সর্বশেষ প্রচারিত বিজ্ঞাপনগুলোতে অবশ্য সিনাকে দেখা গেছে ‘দ্য স্ট্রিট প্রফিট’ গ্রুপের সাথে জুটি বাধতে। 

জুটিতে পরিবর্তন আসলেও প্রতিপক্ষ রোমান রেইনস বলেই হয়তো দারুণ প্রতিদ্বন্দ্বীতার আশা করছেন দর্শকরা। গত মাসেই ‘সামারস্ল্যামে’ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে রোমান রেইনসের বিপক্ষে পরাজিত হন জন সিনা।

এআইএ