যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে খেলবেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। আগামীকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা তাদের। এর আগে তারা অপেক্ষায় রয়েছেন ভিসার জন্য। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ভিসা পাননি রোমানরা। 

আরচ্যারি জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘আমরা আশা করছি আজকের মধ্যে ভিসা পাওয়ার। সেক্ষেত্রে আগামীকাল রওনা হওয়ার মানসিকভাবে প্রস্তুতি রয়েছে। খেলোয়াড় ও সকলের করোনা পরীক্ষা এবং অন্যান্য বিষয় সম্পন্ন করা হয়েছে।’ 

১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে শুরু হতে যাচ্ছে ‘বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ ২০২১’। এখনো চ্যাম্পিয়নশিপ শুরু হতে চার দিন বাকি। কোনো কারণে আজ ভিসা না পেলেও সমস্যা দেখছেন না মার্টিন, ‘অফিসিয়ালি ১৯ সেপ্টেম্বর হলেও খেলা শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। আজ ভিসা না পেয়ে যদি কাল পাই সেক্ষেত্রে এক দিন দেরি হলেও সমস্যা নেই।’ গত সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশ দল আমেরিকান দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎকার দিয়েছে। 

গত জুলাইয়ে টোকিও অলিম্পিকসের পর থেকে আরচ্যাররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেননি। সেপ্টেম্বরে আমেরিকার এই প্রতিযোগিতা আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে কাজে দেবে বলে মনে করেন কোচ মার্টিন, ‘নভেম্বরে বাংলাদেশে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। এর আগে বিশ্ব আরচ্যারির এই চ্যাম্পিনশিপ খেললে আমাদের অনেক উন্নতির সম্ভাবনা থাকবে।’ 

দেশের অন্যতম সেরা আরচ্যার দিয়া সিদ্দিকী নিজের স্কোরিংয়ে উন্নতি ঘটাতে চান, ‘টোকিও থেকে আসার পর অনুশীলন ভালোই হয়েছে। টোকিও গেমসের অভিজ্ঞতা এবং পর্যাপ্ত অনুশীলনে আমি স্কোরিংয়ে উন্নতি করতে চাই।’ 

বাংলাদেশের আরচ্যারির প্রতীক হয়ে ওঠা রোমান সানা দুই বছর আগে নেদারল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়ে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন। রোমান চ্যাম্পিয়নশিপ সম্পর্কে বলেন, ‘সুনির্দিষ্ট কোনো পদকের কথা বলছি না। আমরা ভালো কিছু করার সর্বাত্মক চেষ্টা করব।’ 

এজেড/এমএইচ