৩৪ ঘণ্টা পর ইয়াঙ্কটনে রোমান-দিয়ারা
বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আমেরিকার ইয়াঙ্কটনে পৌছেছেন বাংলাদেশের আরচ্যাররা। বৃহস্পতিবার ভোররাত চারটায় বাংলাদেশ ত্যাগ করেন রোমান সানারা। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় দুপুর দুইটায় তারা ইয়াঙ্কটনে পৌঁছান।
বাংলাদেশ দল প্রায় ৩২ ঘণ্টা ভ্রমণ করেছে। ঢাকা থেকে প্রথমে দোহা গেছেন আরচ্যাররা। দোহায় ট্রানজিট শেষে শিকাগো পৌঁছান তারা। শিকাগো থেকে পরবর্তীতে আরেক বিমানে সাউথ ডাকোতা যান রোমানরা। ডাকোতা থেকে দুই ঘণ্টায় সড়কপথে ইয়াঙ্কটনে পৌঁছান রোমানরা।
বিজ্ঞাপন
৩২ ঘণ্টার ভ্রমণক্লান্তি কাটিয়ে আরচ্যাররা আগামীকাল থেকে অনুশীলন করবেন। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। রোমান সানা ২০১৯ সালে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জিতেছিলেন।
আরচ্যারিতে বছরে তিনটি বিশ্বকাপ হয়। দুই বছর পর পর হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মর্যাদার দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের চেয়ে এগিয়ে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ