বিশ্ব চ্যাম্পিয়নশিপে রোমানকে ছাপিয়ে রামকৃষ্ণ
ওয়ার্ল্ড আরচ্যারি চ্যাম্পিয়নশিপে আমেরিকার ইয়াঙ্কটনে দক্ষিণ ডাকোটায় রিকার্ভ পুরুষ একক র্যাঙ্কিং ইভেন্টে দেশ সেরা আরচ্যার রোমান সানা ৪৬ তম হয়েছেন। তার চেয়ে বেশি স্কোর করে রাম কৃষ্ণ সাহা ২৭তম র্যাঙ্কিংয়ে আছেন। র্যাঙ্কিং রাউন্ডে ৭০মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা ৬৪২ স্কোর করে ২৭ তম, রোমান সানা ৬৩৬ স্কোর করে ৪৬তম এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৩৩ স্কোর করে ৫০তম র্যাঙ্কিং অর্জন করেন।
আগামীকাল বৃহস্পতিবার ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় একক ইভেন্টে রামকৃষ্ণ সাহা পর্তুগালের লুইস গনকালভেসের বিরুদ্ধে, মো: রোমান সানা ইটালীর ফেদেরিকো মুসোলির বিরুদ্ধে এবং মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল চেক রিপাবলিকের মিচাল হলাহুলেকের বিরুদ্ধে লড়বেন।
বিজ্ঞাপন
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২৬ দলের মধ্যে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা, মো: রোমান সানা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ১৯১১ স্কোর করে ১২তম র্যাঙ্কিং অর্জন করে। আজ বুধবার রাতে ইলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশ বেলজিয়ামের বিরুদ্ধে লড়বে।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৩২ দলের মধ্যে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা ও বিউটি রায়) ১১৯৩ স্কোর করে ২৮তম র্যাঙ্কিং অর্জন করে। মিশ্র দলগত ইভেন্টে সেরা ২৪টি দল নিয়ে ইলিমিনেশন রাউন্ডের খেলা হবে ফলে এই ইভেন্টে বাংলাদেশ খেলতে পারছে না।
বিজ্ঞাপন
রিকার্ভ মহিলা র্যাঙ্কিং রাউন্ডে বিউটি রায় ৫৫১ স্কোর করে ৭২তম র্যাঙ্কিং অর্জন করেন। আগামীকাল ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় একক ইভেন্টে বিউটি রায় স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার বিরুদ্ধে লড়বে।
কম্পাউন্ড পুরুষ একক বিভাগের র্যাঙ্কিং রাউন্ডে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের অসীম কুমার দাস ৬৭৪ স্কোর করে ৫৮তম র্যাঙ্কিং অর্জন করেন। আগামীকাল ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় একক ইভেন্টে অসীম কুমার দাস স্পেনের রামন লোপেজের বিরুদ্ধে লড়বেন।
বিশ্বের ৫৩ দেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ১৯০ জন পুরুষ ও ১৪৬ জন মহিলা আরচ্যার অংশগ্রহণ করেন। রিকার্ভ পুরুষ সেকশনে ১০২ জন, রিকার্ভ নারী সেকশনে ৮০ জন, কম্পাউন্ড পুরুষ সেকশনে ৮৮ জন এবং কম্পাউন্ড নারী সেকশনে ৬৬ জন আরচ্যারসহ মোট ৩৩৬ জন আরচ্যার অংশগ্রহণ করেন।
এজেড/এটি