ইতালিতে ২০২২ সালের মার্চে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতার ৪৫তম আসর। এ আসরে অংশগ্রহন করবে ২৪ দেশ। বাছাই পরীক্ষার গণ্ডি পেরিয়ে মূলপর্বের টিকিট পাবে দেশগুলো। আট জোনে ১৯৬ দেশ অংশগ্রহণ করবে বাছাইপর্বে। চার জোনে অনুষ্ঠিত হবে এশিয়া অঞ্চলের বাছাই। জোন-৪ এ (সাউথ এশিয়া ও মিডল ইস্ট) বাছাইয়ে খেলবে বাংলাদেশ।

মহামারি করোনা ভাইরাসের কারনে এ জোনের খেলাগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে। ১০ জাতির অনলাইন লড়াইয়ের পর এ থেকে দুটি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে। জোন-৪ থেকে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। এরইমধ্যে শুরু হয়েছে বাছাইয়ের দল গঠন প্রক্রিয়া।

দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শুরু হয়েছে এক প্রতিযোগিতা। ৭ দল ও ৪২ খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ৩০ অক্টোবর প্রতিযোগিতা শেষে ৪২ খেলোয়াড়ের পারফরম্যান্স বিশ্লেষণ করে বেছে নেয়া হবে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। খেলোয়াড় ছাড়াও বাছাইয়ে অংশগ্রহণকারী দলে থাকবেন একজন করে কোচ ও ম্যানেজার। 

এজেড/এনইউ