দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ফেডারেশনগুলোর মতো বিওএ’র কার্যনির্বাহী কমিটির মেয়াদও চার বছর। বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে এই বছরের মার্চে। 

নির্দিষ্ট সময়ের সাত মাস পর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে। আগামীকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবনে রয়েছে কার্যনির্বাহী কমিটির সভা। সভায় বার্ষিক সাধারণ সভা, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচন নির্দিষ্ট সময়ের পরপরই হয়েছিল বিগত সময়ে। এবার কিছুটা দেরি হওয়ার পেছনে কারণ করোনা মহামারি ও অলিম্পিক গেমস। বর্তমান কমিটির অতিরিক্ত মেয়াদ বৈধতা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি’র গাইডলাইন রয়েছে মহামারি ও অলিম্পিকের বছরে জাতীয় অলিম্পিক কমিটি মেয়াদউত্তীর্ণ হলেও কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।

আগস্টে শেষ হয়েছে টোকিও অলিম্পিকস। এর পর থেকেই বর্তমান কমিটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এই বছরের মধ্যে অথবা নতুন বছরের শুরুতে হতে পারে নির্বাচন। অলিম্পিকের কমিটি ফেডারেশনগুলোর প্রতিনিধি দ্বারা গঠিত হয়। সম্প্রতি কাবাডি, সাঁতার, আরচ্যারি, হ্যান্ডবল, ভলিবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি ফেডারেশনে এখনো অ্যাডহক কমিটি ও নির্বাচন প্রক্রিয়াধীন। অলিম্পিকের অধিভুক্ত ফেডারেশনগুলোর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে বিওএ নির্বাচন আয়োজন করতে হলে সময় সাপেক্ষ ব্যাপার। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে মূল আকর্ষণ মহাসচিব পদ। গত দুই মেয়াদে এই পদে রয়েছেন ক্রীড়া সংগঠক সৈয়দ শাহেদ রেজা। ২০১৩ ও ১৭ উভয় মেয়াদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে অবশ্য শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু মহাসচিব পদে নির্বাচনের ঘোষণা দিয়ে পরে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ক্রীড়াঙ্গনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারও মহাসচিব পদে সৈয়দ শাহেদ রেজাই থাকছেন। পাচ সহ-সভাপতি পদের মধ্যে দু’টোতে পরিবর্তন আসতে পারে। শুটিং ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরি আসন্ন নির্বাচনে না থাকার সম্ভাবনাই বেশি। আরেক সহ-সভাপতি প্রয়াত বাদল রায়। অন্যান্য পদে সামান্য রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। 

এজেড/এনইউ