বিওএ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে এজিএম এবং পরবর্তী সেশনে নির্বাচনের ভোটগ্রহণ হবে।
আজ (বুধবার) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা ছিল। সেই সভায় নির্বাচন ও এজিএমের বিষয়টি চূড়ান্ত হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘একই দিন এজিএম ও নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন বিকেএসপির মহাপরিচালক।’
বিজ্ঞাপন
নির্বাচনের আগে প্রয়োজন কাউন্সিলর তালিকা। সেই কাউন্সিলর তালিকার জন্য বিওএ’র অধিভুক্ত ফেডারেশন, বিভাগীয় ক্রীড়া সংস্থাকে চিঠি দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা তাদের কার্যনির্বাহী কমিটির সভা করে বিওএ’কে তাদের প্রতিনিধির নাম পাঠাবে। আজকের সভায় ১৪ নভেম্বরের মধ্যে এই নাম পাঠানোর ডেডলাইন নির্ধারণ নিয়ে আলোচনা হলেও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আলমগীরের অনুরোধে এই সময়সীমা আরো তিন দিন বাড়ানো হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে খুব বেশি রদবদল হবার সম্ভাবনা নেই। বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা তৃতীয়বারের মতো দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। গত নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করা শ্যুটিংয়ের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু এবার অন্য পদে নির্বাচন করতে পারেন। বর্তমান কমিটির বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের মধ্যে আন্তঃরদবদল ছাড়াও নতুন দুই একজন কমিটিতে আসতে পারেন।
বিজ্ঞাপন
২০১৭ সালে কোষাধ্যক্ষ, সহ-সভাপতি, সদস্য পদে নির্বাচন হলেও এবার এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটাভুটি হওয়ার সম্ভাবনা কম।
এজেড