কোচিংয়ের ডাকে আবারও মালদ্বীপে আমজাদ
সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় আমজাদ হোসেন আবারও মালদ্বীপে কোচিং করাতে যাচ্ছেন। আসন্ন মালদ্বীপ হ্যান্ডবল লিগে পুলিশ হ্যান্ডবল দলকে কোচিং করাবেন তিনি। আজ মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন তিনি।
মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের কোচ ছিলেন আমজাদ। শুধু জাতীয় দলের কোচ নয়, মালদ্বীপের হ্যান্ডবলে সামগ্রিকভাবে কাজ করেছেন আমজাদ। ২০১৯ সালে করোনার জন্য দেশে ফিরে আসেন। এবার আবার যাচ্ছেন ক্লাব দলের কোচ হয়ে। ক্লাব কোচিং সম্পর্কে বলেন, ‘মালদ্বীপ আমার দ্বিতীয় হোম। তারা যখনই ডাকে যেতে হয়। আশা করি পুলিশ দলকে চ্যাম্পিয়ন করতে পারব।’
বিজ্ঞাপন
আগামী ডিসেম্বরে শুরু হচ্ছে লিগ। এই যাত্রায় দুই মাসের বেশি মালদ্বীপে থাকা হবে না তার, ‘এবার একটু সংক্ষিপ্ত সময়। লিগ শেষেই ফিরে আসতে হবে।’
মালদ্বীপের হ্যান্ডবল ফেডারেশন আমজাদকে পুনরায় কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে চায়। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা কোচ আমজাদের দৃষ্টি এখন ইউরোপের হ্যান্ডবলে, ‘দক্ষিণ এশিয়ায় কাজ করলাম অনেক দিন। এখন আরো অন্য দেশে কাজ করে বাংলাদেশের হ্যান্ডবলের সুনাম ছড়িয়ে দিতে চাই।’
বিজ্ঞাপন
এজেড/এনইউ