বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টনের পুরুষ ও নারী একক থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের শাটলাররা। আগের দিন বিদায় নিয়েছেন স্বাগতিক দলের অর্ধেক শাটলার।

স্বাগতিকদের সর্বশেষ শাটলার মোহাম্মদ সিগবাত উল্লাহ কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি ভারতের সুলিস্তিও টেগারের সঙ্গে। হেরেছেন ১০-২১, ৯-২১ পয়েন্টে। ইনজুরি থাকায় টেগারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি বলে জানান সিবগাত উল্লাহ। তিনি বলেন, ‘অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিলাম। তাই হাতের কৌশলের এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি।’

দেশের সাত নম্বর র‌্যাংকিংধারী এই শাটলার বলেন, ‘আগামীকাল আমাদের দ্বৈতের খেলা রয়েছে। দেখি সেখানে কিছু করা যায় কিনা।’

অন্যদিকে নারীদের মধ্যে ফাতিমা বেগম, দুলালি হায়দার, উর্মি আক্তার ও বৃষ্টি খাতুন সবাই হেরেছেন। মহিলা এককে বাছাই পর্বে (রাউন্ড অব ৩২) বাংলাদেশর ফাতিমা বেগম ৭-২১, ১১-২১ পয়েন্টে ভারতের ইরা শর্মার কাছে, উর্মি আক্তার ১২-২১, ১০-২১ পয়েন্টে ভারতের রিতিকা থাকারের কাছে হেরেছেন।

উপাধ্যায়ার বিপক্ষে বাংলাদেশ বৃষ্টি খাতুন ২১-৪, ২১-৬ পয়েন্টের হার নিয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেছেন।

এজেড/এমএইচএস