আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হ্যান্ডবল টুর্নামেন্ট (পুরুষ ও নারী)। এবারের আসরে পুরুষ ও নারী উভয় বিভাগেই ৬টি করে দল অংশ নিচ্ছে।  

মহান বিজয় দিবসের ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টে পুরুষ ও মহিলা উভয়  বিভাগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে -১) বর্ডার গার্ড বাংলাদেশ, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ৪) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৫) জামালপুর স্পোর্টস একাডেমী ও ৬) আনোয়ার সরকার স্পোর্টস একাডেমী, কুষ্টিয়া।

নারী বিভাগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে:- ১) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ২) বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ৩) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪) জামালপুর স্পোর্টস একাডেমী, ৫) তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও ৬) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল, নওগাঁ।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কয়েকটি হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যাম্প করবে। বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে অংশগ্রহণ করবে। 

টুর্নামেন্ট উপলক্ষে এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান স্বপন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, পরিচালনা কমিটির চেয়ারম্যান এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক লে: কর্ণেল (অব:) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার) এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ ও পরিচালনা কমিটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এজেড/এটি