এক দিনের ব্যবধানে জুটে গেল দেশসেরার খেতাব। এত দিন দ্রুততম মানবের তকমা ছিল ইসমাইলের গায়ে। তার সেই তকমার পাশে ‘সাবেক’ বিশেষণটা জুটে গেছে গতকাল, ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান বনে গেছেন বাংলাদেশের নতুন দ্রুততম মানব। তবে এক ইভেন্টে শ্রেষ্ঠত্ব খোয়ানোর পরদিনই আরেক ইভেন্টে দেশসেরা বনে গেলেন ইসমাইল। এবার লং জাম্পে সোনা জিতেছেন তিনি।

গতকাল বিকেলে নিজের সেরা ইভেন্ট ১০০ মিটারে তৃতীয় হয়েছিলেন ইসমাইল। ২৪ ঘণ্টা পরের বিকেলেই অন্য ইভেন্টে সোনা জিতলেন সদ্য সাবেক দ্রুততম মানব। লংজাম্প পুরুষ ইভেন্টে নৌবাহিনীর হয়ে স্বর্ণপদক জেতেন ইসমাইল। তিনি ৭.২৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেনাবাহিনীর আশরাফুলের দূরত্ব ছিল ৭.২২ মিটার।
 
আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিন সকালে আকর্ষনীয় ইভেন্টগুলোর মধ্যে ১০০ মিটার হার্ডলস। মহিলা ইভেন্টে নৌবাহিনীর তামান্না আক্তার, লংজাম্প মহিলা ইভেন্টে বিমানবাহিনীর সোনিয়া আক্তার, জ্যাভলিন থ্রো পুরুষ ইভেন্টে সোনার পদক বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ আহাদ আলী ৬১.৪৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনার পদক জেতেন।

আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ১১০মিঃ হার্ডলস পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন নৌবাহিনীর মাসুদ খান, ৪০০মিঃ পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি, ৪০০মিঃ মহিলা ইভেন্টে নৌবাহিনীর সাবিহা আল সোহা, পোল্টভল্ট ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ আবু বকর সিদ্দিক ৪.১৫মিঃ উচ্চতা লাফিয়ে স্বর্ণ জেতেন।   

দুই দিনে মোট ২৫টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। ১৪টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ০৮টি ব্রোঞ্জ মোট ৩১টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী আছে পদক তালিকার শীর্ষে। ৮টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ০৭টি ব্রোঞ্জ সহ মোট ২৮টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এবং ১টি স্বর্ণ ২টি রৌপ্য ২টি ব্রোঞ্জ সহ মোট ৫টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। 

তিনদিন ব্যাপী প্রতিযোগিতার আগামীকাল বিকাল চারটায় প্রধান অতিথি হিসেবে সমাপ্তি ঘোষনা করবেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।  

এজেড/এনইউ