এই বছর কয়েকটি মহাদেশীয় গেমস রয়েছে। ইতোমধ্যে এশিয়ান, কমনওয়েলথ, ইসলামিক সলিডারিটি গেমসের নানা আনুষ্ঠানিকতা শুরুও হয়েছে। জুলাইয়ে কমনওয়েলথ গেমস দিয়ে এই বছর বাংলাদেশ বড় গেমসের যাত্রা শুরু করবে। 

আজ (শুক্রবার) বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পুষ্পস্তবক অর্পণের পর বিওএ সভাপতি জেনারেল শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। 

আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এটা (পদকের সংখ্যা) এখনই নির্দিষ্ট করা বলা যাবে না। তবে আশা করি আগের চেয়ে ভালো করবো। এরজন্য অনেক কিছু নির্ভরশীল থাকে। যেদিন আপনার দিন থাকবে অনেক কিছু পক্ষে যাবে।  ইটস এ ম্যাটার অব সেকেন্ডস সামটাইমস টু অ্যাচিভেবল। আমরা আশাবাদী।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে(বিওএ) নতুন কমিটি এসেছে। নতুন কমিটি এসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ সভাপতি নিজেদের ভাগ্যবান মনে করেন, ‘আমরা এই সময়ে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমরা সত্যি ভাগ্যবান মনে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু জাতির পিতাই নন, উনি কিন্তু নিজেও একজন ভালো খেলোয়াড় ছিলেন। খেলাধুলার প্রতি যথেষ্ঠ অনুরাগ ছিল।’

‘আজকে সত্যি ভাগ্যবান মনে করছি নিজেদের তার জন্য শ্রদ্ধা জানাতে পেরে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মপন্থা যেগুলো করা হয়েছিল তা কোভিডের কারণে সবকিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পরযন্ত বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এই কমিটির জন্য দায়িত্ব গ্রহন একটা বিশেষ তাৎপরযপূর্ণ।’

নিজের কমিটির ওপর আস্থা রেখে তিনি বলেন,‘কমিটিতে আমাদের যারা আছেন তারা প্রত্যেকে নিজ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। আমাদের মহাসচিব থেকে শুরু করে সহ-সভাপতি সদস্যগন যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কীর্তিমান নিজস্ব ফিল্ডে। আমি তাদের ওপর দৃঢ়ভাবে আস্থা রাখছি। মনে করছি আমাদের লক্ষ্য মাত্রা ঠিক করেছি সেটা অর্জন করতে পারবো। প্রথম দায়িত্ব নিয়ে বলেছি, আমরা এমন গোল ফিক্সড করতে চাই যেটা অ্যাচিভেবল। আমরা সে রকমই গোলই ফিক্সড করেছি। এটা অনেকগুলো মনে হলেও অ্যাচিভেবল। আমরা সেটা ইনশাল্লাহ করে দেখাবো। এর জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।’

এজেড/এমএইচ