বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল আয়োজন করে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। আজ (রোববার) বাদ মাগরিব শহীদ ক্যাপ্টেন (অব) হ্যান্ডবল স্টেডিয়ামে আজম নাসিরের প্রয়াত মায়ের জন্য দোয়া হয়। 

এই দোয়া মাহফিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, সাবেক তারকা ক্রীড়াবিদ, সংগঠক সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন তার পেশাগত জীবনে চট্টগ্রাম জেলা প্রশাসক ছিলেন। আজ দোয়ার পর স্মৃতিচারণ করতে গিয়ে মেজবাহ উদ্দিন বলেন, ‘নাসির ভাইয়ের মা খুবই সজ্জ্বন ব্যক্তিত্ব ছিলেন। সবাইকে পরম মমতা দিতেন।’ 

আজম নাসির বলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এই দোয়া মাহফিল আয়োজন করেছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। সংগঠক পরিষদের পক্ষে এই আয়োজনের অন্যতম সমন্বয়কারী ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
 
আজম নাসির জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ ক্রীড়াঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। দেশের জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে ফোরাম বড় নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ফোরামের সভাপতির মায়ের শোকের অনুষ্ঠানের মধ্যেও ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। 

এজেড/এমএইচ