ম্যাচশেষে রাফায়েল নাদালের সঙ্গে সিটিপাস স্টান্স। ছবি : টুইটার

প্রথম দুই সেট ভালোভাবেই জিতে নিয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু স্টেফানোস সিৎসিপাস । টানা তিন সেটে জিতে রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই গ্রীক টেনিস তারকা। 

প্রথম দুই সেটে ৩-৬ ও ২-৬ ব্যবধানে জিতে নিয়েছিলেন নাদাল। তবে তৃতীয় সেটে নাদালকে ৭-৬(৪) ব্যবধানে হারিয়ে দেন সিৎসিপাস। এরপরের দুই সেট ৬-৪ ও ৭-৫ সেটে জিতে নেন স্টান্স। পৌঁছে যান অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে। 

এই জয়ের পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই গ্রীক টেনিস তারকা। ম্যাচে সবকিছুই তার পক্ষে কাজ বলে মনে করেন স্টান্স। 

তিনি বলেন, ‘আমি আসলে জানি না তৃতীয় সেটের পর কী হয়েছিল। আমি পাখির মতো উড়ছিলাম, সবকিছুই আমার পক্ষে কাজ করছি। শেষদিকের আবেগ আসলে বর্ণনা করার মতো না। সেটা একেবারেই অন্যরকম কিছু।’

আগের আসরেও শেষ আট থেকে বিদায় নিয়েছিলেন নাদাল। এবারও একই পর্বে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দ্বিতীয় শীর্ষ বাছাই এই টেনিস তারকা। আগামী ১৯ ফেব্রুয়ারি সেমিফাইনালে সিৎসিপাস সেমিতে মুখোমুখি হবেন রাশিয়ার চতুর্থ বাছাই দানিল মেদভেদেভের।

এমএইচ