ছবি: সংগৃহীত

জেডব্লিউটিএস (জুনিয়র ওয়ার্ল্ড টেনিস সিরিজ) এর ব্যবস্থাপনায় বুলগেরিয়ার আলবেনায় অনুষ্ঠেয় ‘ইউরোপিয়ান স্প্রিং ওপেন ২০২৩’ টেনিস প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের হুমায়রা হায়দার জারা তুর্কমেনিস্তানে অনুষ্ঠেয় ‘জেডব্লিউটিএস’ এর ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন। 

 হুমায়রা হায়দার জারা বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে রানার-আপ, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪ বছর মিশ্র দ্বৈত গ্রুপে রানার-আপ এবং বালক/বালিকা অনূর্ধ্ব-১২ বছর মিশ্র দ্বৈতে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। 

অপরদিকে বালক বিভাগে বাংলাদেশের খেলোয়াড় মোহাম্মদ হায়দার বালক/বালিকা অনূর্ধ্ব -১২ মিশ্র দ্বৈতে রানার-আপ ও বালক একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেন।

উল্লেখ্য প্রতিযোগিতায় বুলগেরিয়া, রোমানিয়া, তানজানিয়া, বাংলাদেশ, ইসরাইল, ওমান ও সার্বিয়া হতে অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৪ বছরের বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। আগামী ১১ জুন ভোরে বুলগেরিয়া থেকে ঢাকায় পৌছানোর কথা রয়েছে বাংলাদেশের দুই খেলোয়াড়ের।

এজেড/এইচজেএস