শেষ ষোল নিশ্চিতের পথে বেশ কাঠখড়ই পোড়াতে হয়েছে ফেদেরারকে/টুইটার

ক’দিন বাদেই বয়স ছোঁবে ৪০ এর ঘর। এ বয়সেও রজার ফেদেরার খেলছেন। দিব্যি জিতে চলেছেন। গড়ে-ছুঁয়ে চলেছেন রেকর্ডও!

এবারের রেকর্ডটা চলতি শতাব্দীতে তো বটেই, গত ৪৬ বছরের মধ্যে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের শেষ ষোলয় ওঠার। ১৯৭৫ সালে ৪০ বছর বয়সে উইম্বলডনের শেষ ষোল নিশ্চিত করে যে রেকর্ডটা গড়েছিলেন অস্ট্রেলিয়ান কেন রোজওয়াল। আজ যখন শেষ ষোল নিশ্চিত করছেন, তখন ফেদেরারের বয়স ৩৯ বছর। রোজওয়ালের রেকর্ডটা তাতে ছোঁয়া হয়নি, তবে তার পর শেষ ৪৬ বছর আর চলতি শতাব্দীতে চতুর্থ রাউন্ডে ওঠা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় বনে গেছেন তিনি। 

শুরুর দুই সেটে রজার ফেদেরারের জয় একপেশে ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এরপরই যেন খেলা জমে গেল। দারুণ এক লড়াইয়ের পর টাইব্রেকের একটু আগে ফেডেক্স হারলেন তৃতীয় সেটটা। তবে ম্যাচের রোমাঞ্চ সে পর্যন্তই। এরপরের সেটটা জিতে ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ গেমের জয় তুলে নেন সুইস টেনিস তারকা। উইম্বলডনের শেষ ষোলয় তার উপস্থিতিও তাতে নিশ্চিত হয়। গড়া হয়ে গেছে একটা রেকর্ডও। উইম্বলডনের শেষ ষোলয় এ শতাব্দীতে তার চেয়ে ‘বুড়ো’ বয়সে যে খেলেননি আর কেউ!