ফাইল ছবি

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে এ প্লাস পেতে যেভাবে প্রস্তুতি নেবে  তা হলো-  

১.  রসায়ন বিষয়ে তোমরা সর্বপ্রথম সিলেক্ট করবে পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে।

২. এরপর কোন কোন অধ্যায় বেশি সহজ তা নির্ধারণ করবে।

৩.  রসায়নের যে সব টপিকগুলো  থেকে প্রশ্ন আসে, সেগুলো টেস্টপেপার বা বিভিন্ন সহায়িকা থেকে  নিয়মিত অনুশীলন করবে।

৪. রসায়নের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর নির্ভুলভাবে লিখবে।

৫. রসায়নে বিক্রিয়া সম্পৃক্ত প্রশ্নগুলোতে অবশ্যই বিক্রিয়া দেবে।

৬. বিক্রিয়াগুলো সহজে পারার ও বোঝার জন্য পর্যায় সারাণির প্রথম ৩০টি মৌল, এছাড়া আয়রন, কপার ও জিংক প্রভৃতি মৌলগুলোর সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবে।

৭. প্রত্যেকটি মৌলের যোজনী অবশ্যই জানতে হবে।

৮. পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিক্রিয়াগুলো পড়বে এবং না দেখে বারবার লিখবে ও রিভিশন দেবে।

৯. প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর ও পরিচ্ছন্নভাবে পরীক্ষায় খাতায় উপস্থাপন করতে হবে।  

এমকে