ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে উদ্দীপকসহ প্রশ্ন আসলে উদ্দীপকটি গুরুত্ব দিয়ে বুঝে পড়ে উত্তর করবে, তাহলে বেশি নম্বর পাবে।

৫৮. মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের এমন ধারণার কারণ-

i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা iii. মামার প্রতি ভক্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i  (খ) i ও ii (গ) i ও iii (ঘ) ii ও iii

৫৯. নগেনের পরাশর ডাক্তারের নিকট আসার কারণ-

i. উদ্বিগ্নতা ও ভয় থেকে মুক্তি ii. রোগের ঔষধ নেওয়া iii. সাহায্য প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i  (খ) ii (গ) ii ও iii    (ঘ) i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। বিষয়টি সে কাউকে খুলে বলছে না। কিন্তু দিন দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্থ্যও খারাপ হয়ে যাচ্ছে।

৬০. সাগরের ভয় পাওয়ার কারণ-

i. ভূতে তাড়া করা ii. মানসিক অবস্থা iii. অন্য কোনো ভয় মনে পোষা

নিচের কোনটি সঠিক?

(ক) i  (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৬১. অবস্থার উত্তরণে সাগর যা করতে পারে-

(ক) ভয় না পাওয়া (খ) রাতে জেগে থাকা (গ) দায়িত্বশীল কারোর সাহায্য নেওয়া (ঘ) কাউকে না বলা

৬২. মামার তৈলচিত্রটি ছিল কোথায়?

(ক) নগেনের ঘরে (খ) পরাশর ডাক্তারের ঘরে (গ) লাইব্রেরি ঘরে (ঘ) মামির ঘরে

৬৩. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?

(ক) ২৫ বছর (খ) ২৭ বছর (গ) ৩০ বছর (ঘ) ৩২ বছর

৬৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের উৎপাত মূলত কোথা থেকে?

(ক) অন্ধকার থেকে (খ) আলো থেকে (গ) ফ্রেম থেকে (ঘ) তৈলচিত্র থেকে

৬৫. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক কোনটিকে প্রকাশ করতে চেয়েছেন?

(ক) মামার অভিজাত্যকে (খ) নগেনের ভূতে বিশ্বাসকে (গ) বিজ্ঞানের যুক্তিকে (ঘ) মানুষের কুসংস্কারকে

৬৬. আদিলের তিন দিন ধরে গায়ে জ্বর। ডাক্তার এসে তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে দেখল। উদ্দীপকের জ্বর পরীক্ষা গল্পে আঙুলের ডগা পরীক্ষা করা কীসের নমুনা?

(ক) রোগ নির্ণয়ের (খ) উপসর্গ নির্ণয়ের (গ) রোগ নিরাময়ের (ঘ) সহানুভূতির

৬৭. আরমান সাহেব একজন কলেজ শিক্ষক। তিনি ছাত্রদের যেকোনো সমস্যায় সহযোগিতা করেন। উদ্দীপকের চরিত্রটির সাথে গল্পে যার মিল পাওয়া যায়-

(ক) নগেন (খ) মামা (গ) পরেশ (ঘ) ডাক্তার

৬৮. ‘তুমি কোন দেশি ছেলে’? এ লাইনে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন?

(ক) অশিক্ষাকে (খ) অজ্ঞানতাকে (গ) অজানাকে (ঘ) বুদ্ধিহীনতাকে

৬৯. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটির মধ্যে লেখক কীসের প্রচেষ্টা করেছেন?

(ক) কুসংস্কার মুক্ত সমাজ গড়তে (খ) কুসংস্কার বিরোধী আন্দোলন করতে (গ) মানুষকে শিক্ষা দিতে (ঘ) ভালোবাসতে

উত্তর : ৫৮. খ, ৫৯. ঘ, ৬০. গ, ৬১. গ, ৬২. গ, ৬৩. ঘ, ৬৪.খ, ৬৫.গ, ৬৬. ক, ৬৭. গ, ৬৮. খ, ৬৯. ক।

এমকে