বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে সমস্যা হচ্ছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে, অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বার্তা প্রেরণ ও গ্রহণ করতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এছাড়া ব্যবহারকারীরা সিস্টেমে হোয়াটসঅ্যাপ সংযোগ করতেও সমস্যায় পড়েছেন। এনিয়ে ব্যবহারকারীরা টুইটারে নানা অভিযোগ পোস্ট করছেন।

একই সময়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কোনও নতুন পোস্ট দেখতে পাচ্ছেন না। পোস্ট করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করেনি।

ট্রাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, এরইমধ্যে ৩২ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ এবং ২৮ হাজার ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না বলে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে রিপোর্ট করেছেন।

এএ/ টিএম