বিশ্বের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক ম্যাটার অ্যারা

বিশ্বের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক লঞ্চ করলো ভারতের ম্যাটার মোটর্স কোম্পানি। যা ইতিহাসে প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক হিসেবে পরিচিত। সাধারণত ইলেকট্রিক বাইকগুলোতে গিয়ার সিস্টেম দেখা যায় না, কিন্তু ম্যাটার অ্যারা লঞ্চের মাধ্যমে সেই ধারণার এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে।
ম্যাটার অ্যারা বাইকটিতে পাওয়ার ট্রেন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর এবং এতে ৪-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। তাছাড়া, এতে ইকো সিটি এবং স্পোর্ট মোডও ব্যবহার করা হয়েছে।
কোম্পানিটি দাবি করে যে, বাইকটি মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে। বৈদ্যুতিক বাইকটির সেফটির জন্য এতে ডুয়েল ডিস্ক ব্রেক এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) সহ টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং ডুয়েল-রিয়ার সাসপেনশন রয়েছে। এছাড়াও, এটি রিমোট লক, জিও ফেন্সিং এবং সার্ভিস অ্যালার্টের মতো ফিচারও রয়েছে।
বাইকটিতে ৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা IP67 সার্টিফাইড রেটিং প্রাপ্ত। অর্থাৎ এটি ধুলো, পানি এবং সূর্যের তাপ থেকে সুরক্ষিত থাকবে। এই বাইকটি ফুল চার্জে ১৭২ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। এই ব্যাটারি সাধারণ চার্জারে ৫ ঘণ্টায় ০ থেকে ৮০% এবং ফাস্ট চার্জারে ১.৫ ঘণ্টায় ফুল চার্জ হতে পারে।
এই ইলেকট্রিক বাইক চালানোর খরচ অত্যন্ত কম। কোম্পানিটি দাবি করে যে, এর রানিং কস্ট মাত্র ২৫ পয়সা প্রতি কিলোমিটার, অর্থাৎ মাত্র ২৫ টাকা খরচ করলে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দেওয়া যাবে।
এই ইলেকট্রিক বাইকটির ভারতের বাজারে দাম ধরা হয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা (এক্স-শোরুম)। তবে প্রথম ৫০০ ক্রেতা ১ লাখ ৭৪ হাজার টাকায় এটি কিনতে পারবেন। পাশাপাশি ক্রেতারা ব্যাটারির উপর লাইফটাইম ফ্রি ওয়ারেন্টি পাবেন।
এমবি/এমআইকে