জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের দাবি শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে তার ৮৯তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এ নিয়ে প্রস্তাবিত কর্মসূচি উল্লেখ করে হল প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এসময় হল প্রশাসন থেকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে বলে আশ্বাস দেন প্রাধ্যক্ষ।
আরও পড়ুন
শিক্ষার্থীদের প্রস্তাবিত কর্মসূচি
১. মহান স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় সাফল্যের ছোঁয়া শীর্ষক আলোচনা সভা।
২. দোয়া মাহফিল।
৩. সম্পূর্ণ হল আলোকসজ্জায় সজ্জিত করা।
৪. রক্তদান কর্মসূচী।
৫. একটি স্মারক বৃক্ষ রোপন করা।
স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট হাসিনার সংকীর্ণ মানসিকতার রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল, বিশিষ্টজন এমনকি অনেক সাধারণ নাগরিক। তারই অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে নানা মিথ্যাচার ও পাঠ্যবই থেকে উনার নাম মুছে ফেলে ইতিহাস থেকে মুছে ফেলার হীন চেষ্টা হয়েছে। উনার অসামান্য এবং বীরত্বগাথা অবদানকে ম্লান করার অপচেষ্টা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ, যারা মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি, মহান এই মুক্তিযোদ্ধার অসামান্য বীরত্বের গল্প যুগ যুগ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের হল মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণকৃত। আমরা এই হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে, হল প্রশাসনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং শাহাদাৎবার্ষিকী' যথাযোগ্য মর্যাদায় পালন করে উনার ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করার জোর দাবি জানাই।
কেএইচ/এমএসএ