চবির চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের নেতৃত্বে সাখাওয়াত-সাথী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বর্ধিত সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সাখাওয়াত হোসেন সাইমুনকে আহ্বায়ক ও সোলতানা কবির সাথীকে সদস্য সচিব এবং ফারহানা জান্নাত মুন্নিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন- শহিদুল কায়সার, সাঈদ আনোয়ার, হাসনা হেনা জিনুর, শফিউল আলম, ফয়সাল মাহমুদ, মো. তাসনিমুল হাসান তানিম, মোহাম্মদ দুলাল, সাইমুন ইসলাম, রবিউল হোসেন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ ইমরুল, আবু নাঈম, সাঈদ আল সাহাফ,ছোটন দাশ, আরফাত হোছাইন, আবু ছালেহ, জান্নাতুল মাওয়া ও জাহেদ আল হাসান রনি।
এছাড়া কমিটির সদস্যরা হলেন- তৌহিদুল ইসলাম ফয়সাল, শহিদুল ইসলাম ফয়সাল, আতিকুর রহমান জিহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, শওকত এলাহী, সায়মা সুলতানা, মিনারুল ইসলাম, ফজলুল নওশাদ তোহা, রবিউল হাসান মামুন, মোস্তফা গালিব, ইজতেহাদ আহনাফ সাহস, তাজমিয়া জান্নাত, আইরিন, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান।
এমআর/এমএন