ব্লগার ফারাবীর মুক্তিসহ ৯ দাবি নিয়ে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৫-৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ব্লগার শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে চবিয়ান দ্বীনি পরিবারের ব্যানারে এক বিক্ষোভ মিছিলে তারা এ দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, শফিউর রহমান ফারাবী ভাইকে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। ফারাবী ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিষয়টি প্রমাণ হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে তাকে আটক রাখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলা থেকে মুক্তি পেলেও ফারাবী ভাই কোনো দলের না হওয়ায় তার পক্ষে কেউ কথা বলছে না। চবিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে আমরা ব্লগার ফারাবী ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিক্ষোভ মিছিল শেষে আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ নয় দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো-
শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তি দিতে হবে। শাহবাগ নাস্তিক চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী ঘোষণা করতে হবে। প্রশাসনে থাকা পূর্ববর্তী সরকারের দোসরদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলাম ও রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে কটাক্ষকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ফারাবীর মতো আর কোনো মুসলিম যেন জুলুমের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।কারাগারে অন্যায়ভাবে আটক থাকা অন্যান্য ইসলামপন্থি লেখক ও আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে। ফারাবীসহ সব মজলুমদের ওপর মিথ্যা মামলা দায়ের ও ষড়যন্ত্রকারী কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা ‘বাকস্বাধীনতার’ আড়ালে ধর্মদ্রোহী চক্রান্ত করে ও ইসলামবিদ্বেষ ছড়ায়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাতিমদের (কটূক্তিকারী বা গালি প্রদানকারী) স্থায়ীভাবে বহিঃষ্কার করতে হবে। যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
আতিকুর রহমান/আরকে