জাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ১৪১ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এ ইউনিটের প্রথম ধাপের ৩টি শিফটে ছাত্রীদের ভর্তি শুরু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। এরপর আগামীকাল দ্বিতীয় ধাপে ছাত্রদের পরীক্ষার মাধ্যমে এ ইউনিটের পরীক্ষা সমাপ্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এবারে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন প্রায় ১৪১ জন শিক্ষার্থী।
সকাল ১০টা ২৫ মিনিট থেকে এ ইউনিটের প্রথম শিফট এবং যথাক্রমে তিন শিফটের পরীক্ষা শেষ হবে ২টা ৫০ মিনিটে। আগামীকাল ৪ শিফটে দ্বিতীয় ধাপে সকাল ৯টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।
এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাত ইউনিটের ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি প্রায় ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় লড়ছেন।
আরকে