শোবার ঘরে মিলল কোটি টাকার হেরোইন

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ 

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২ এএম


শোবার ঘরে মিলল কোটি টাকার হেরোইন

চাঁপাইনবাবগঞ্জে একটি বসতবাড়ির শোবার ঘর থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হুররোপাড়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। আটককৃত মো. মিজানুর রহমান ওরফে বাবু (৩৭) সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে।

পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ 

Link copied