রোজায় ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম-মাংস বিক্রি শুরু

পবিত্র রমজান মাসজুড়ে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার জনপ্রতি এক কেজি গরুর মাংস ও এক ডজন করে ডিম বিক্রি করা হবে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর কাচারি সড়ক-সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয় এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম।
আরও পড়ুন
এতে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় এবং ১১০ টাকায় এক ডজন ডিম দিচ্ছে জেলা ডেইরী ফার্মস অ্যাসোসিয়েশন।
উদ্বোধনকালে ডিসি মুফিদুল আলম বলেন, রমজানে নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে স্বল্পমূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী ঈদ পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে