৫ মে ট্রিবিউট কনসার্টে মূল আকর্ষণ ‘আর্টসেল’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ পিএম


৫ মে ট্রিবিউট কনসার্টে মূল আকর্ষণ ‘আর্টসেল’

ছবি: সংগৃহীত

‘রক অ্যান্ড রিদম ৩.০, ট্রিবিউট ফিয়েস্তা’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রিবিউট কনসার্ট। এই কনসার্টে গান পরিবেশন করবে বাংলাদেশের সেরা ব্যান্ডদলগুলো।

আগামী ৫ মে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪ এ অনুষ্ঠিত হবে কনসার্টটি। অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের উদ্যোগে আয়োজিত কনসার্টটিতে থাকবে অসাধারণ সাউন্ড সিস্টেম ও লাইটিং সিস্টেম।

এই কনসার্টের মূল আকর্ষণ ‘আর্টসেল’। এছাড়া লাইভ পারফর্ম করবে দেশের স্বনামধন্য ব্যান্ডদল নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ ও উন্মাদ। 

অতি জনপ্রিয়তার কারণে খুবই তাড়াতাড়ি কনসার্টটির টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাই আজই টিকিট সংগ্রহ করুন এই ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন Adventor Communications এর অফিসিয়াল ফেসবুক পেজে।

কেএ

Link copied