ইন্দ্রাশিস-সৌরভীর বিচ্ছেদের গুঞ্জন

টালিউড অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং সৌরভী তরফদারের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। দীর্ঘ ১০ বছর প্রেমের পর ২০২১ সালের জানুয়ারিতে সৌরভীকে বিয়ে করেন অভিনেতা। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন ইন্দ্রাশিস।
সৌরভী বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত। বিয়ের পর সব ঠিকই চলছিল। কিন্তু বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। দু’জনের সামাজিক মাধ্যমের আইডিতে দীর্ঘদিন একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি।
শোনা যাচ্ছে যে, ইন্দ্রাশিস নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেই দাম্পত্যে ফাটল ধরেছে। যদিও বিষয়টি নিয়ে দু’জনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে নারাজ।
এই প্রসঙ্গে অভিনেতা অবশ্য পুরো বিষয়টাকেই গুজব বলে উল্লেখ করেন। এখন দু’জনের সম্পর্কের সমীকরণ কোন খাতে বইবে তা বলবে সময়। এই মুহূর্তে ইন্দ্রাশিস ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অভিনয় শুরু করেছেন। পাশাপাশি সিনেমাতেও অভিনয় করছেন তিনি।
এমএ