বিয়েবার্ষিকীর আগের দিন বিচ্ছেদ, যা বললেন অপু

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৩ মে ২০২১, ১০:০৪ পিএম


বিয়েবার্ষিকীর আগের দিন বিচ্ছেদ, যা বললেন অপু

২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আগামীকাল (সোমবার) পালিত হওয়ার কথা ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষির্কী। তার ঠিক আগের দিন দুজন হয়ে গেলেন আলাদা। ভেঙে গেলো সাজানো-গোছানো সংসার।

২৩ মে রাত ১টা ৩০ মিনিটে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’

এ নিয়ে ঢাকা পোস্টের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘আমরা আসলে একসঙ্গে আর থাকছি না। চলার পথে একজনের সঙ্গে আরেকজনের মতের অমিল হচ্ছিল। আমাদের মনে হচ্ছিল এ অবস্থায় একসঙ্গে থাকলে ভবিষ্যতে আমাদের আরও খারাপ হতে পারে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি দুজনের একটা ভালো সম্পর্ক থাক। দুজন আলাদা হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তের কথা প্রথমে মাহি আমাকে জানিয়েছেন। তারপর আমিও সম্মতি দিয়েছি। তবে আইনগত পক্রিয়া শুরু হবে পরে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন এর পেছনে কারণটা কী? তাদের বলব এর পেছনে কারণ একটাই দুজনের মতের অমিল।’

অপু আরও বলেন, ‘আগামীকাল (২৪ মে) আমাদের বিয়ের পাঁচ বছর পূর্তি হবে। এতদিন সম্পর্ক ভালো ছিল বলেই সম্পর্কটা এতদূর এসেছে। কিন্তু এখন আর আমাদের পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মাহি-অপুর সংসার ভাঙনের গুঞ্জন উঠেছিল। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। এবার আর কোনো গুঞ্জন নয়। দুজনের পথ সরে গেছে দুদিকে।

আরআইজে

Link copied