বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির স্টল বন্ধ

অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার বিক্রির একটি স্টল বন্ধ করা হয়েছে। মেলা পরিচালনা কমিটি বলছে, স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপার বিষয় নয়। অনুমোদন না থাকায় স্টলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে স্টলটি বন্ধ দেখা গেছে।
কমিটির সংশ্লিষ্টরা বলেছেন, স্টলটি মেলার নীতিমালা লঙ্ঘন করে পণ্য বিক্রি করছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, ফেইসবুকে কেউ কেউ পোস্ট লিখেছেন, ‘ইসলামিস্ট গ্রুপের মব’ এর ভয়ে স্টলটি বন্ধ করেছে কমিটি। স্টল বন্ধ সংক্রান্ত একটি চিঠিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে লেখা হয়েছে, ‘বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ’ স্টলটিতে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতে আপত্তি জানায়।
আরও পড়ুন
ওই চিঠিতে বইমেলার আয়োজক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মন্তব্য করেছেন, এ পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল। অতি দ্রুত এ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সদস্য-সচিব সরকার আমিন বলেন, নীতিমালা অনুযায়ী, বইমেলায় বই এবং খাবার ছাড়া অন্যকোনো পণ্য বিক্রি করার সুযোগ নেই।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলছেন, এ স্টলটি মেলায় নীতিমালা অনুযায়ী অনুমোদন নেয়নি এজন্য বন্ধ করা হয়েছে। এর সঙ্গে স্যানিটারি ন্যাপকিন বা ডায়াপারের কোনো বিষয় নেই।
তবে মেলায় স্টলটি এলো কীভাবে- প্রশ্নে মোহাম্মদ আজম বলেন, বইমেলায় কিছু কাজের জন্য আমরা ইভেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেই। তারা টয়লেটসহ মেলার অবকাঠামোর জন্য কিছু কাজ করে থাকে। এর জন্য মেলা কমিটিকে জানিয়ে তারা ছোট ছোট স্পন্সর সংগ্রহ করার সুযোগ পায়।
এএইচআর/এআইএস